ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বইমেলায় ‘আব্বাস কিয়ারোস্তামি কবিতাসমগ্র’  

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৩  
বইমেলায় ‘আব্বাস কিয়ারোস্তামি কবিতাসমগ্র’  

প্রকাশিত হয়েছে রুহুল মাহফুজ জয়ের অনুবাদ গ্রন্থ ‘আব্বাস কিয়ারোস্তামি কবিতাসমগ্র’। এক মলাটে জায়গা করে নিয়েছে কিয়ারোস্তামির সব কবিতা। বইটি বাংলাদেশে প্রকাশ করছে বৈভব আর কলকাতায় প্রকাশ করছে ছাপাখানা। 

অনুবাদ গ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ২০৮ পৃষ্ঠার বইটির দাম ৫০০ টাকা। বইমেলায় বৈভবের স্টল ৫৪১ নম্বর থেকে বিশেষ ছাড়ে সংগ্রহ করা যাবে। 

রুহুল মাহফুজ জয়ের জন্ম ১৯৮৪ সালের ৩১ মার্চ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়। দীর্ঘ দিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন তিনি। পাশাপাশি শিরিষের ডালপালার সমন্বয়ক জয়। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বাস করছেন।

তার প্রকাশিত অন্যান্য বই ‘আত্মহত্যাপ্রবণ ক্ষুধাগুলো’, ‘কালো বরফের পিস্তল’, ‘বিদ্যুতের প্রাথমিক ধারণা’, ‘মান্দার ফুলের সখা’। 

তানজিদ শুভ্র

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়