ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বইমেলায় নাসরীন রেখার ‘বাঁকফেরা নদী’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২০:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
বইমেলায় নাসরীন রেখার ‘বাঁকফেরা নদী’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছেন নাসরীন রেখার উপন্যাস ‘বাঁকে ফেরা নদী’।

‘বাঁকে ফেরা নদী'র পরতে পরতে লুকিয়ে আছে গ্রাম বাংলার আলো, বিশুদ্ধ বাতাস, প্রেম, সুখ-দুঃখ, হাসি-কান্না; যা লেখক তার সুনিপুণ কলমের ছোঁয়ায় তুলে আনতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, এপার বাংলা ওপার বাংলার ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বন্ধুত্ব ফুটে উঠেছে এ উপন্যাসে। রাজনীতি, সমাজনীতি ও সংস্কৃতিসহ ব্রিটিশ শাসন, শোষণ ও আত্মত্যাগের কথা এবং ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ দালিলিক তথ্য উপন্যাসকে অনেক সমৃদ্ধ করেছে। আরও উঠে এসেছে ভাই-বোনের খুনসুটি, ভালো লাগা, মন্দা লাগা ও বিচ্ছেদ; পিচ্ছিল, বিবর্ণ ও মলিন পথে হারিয়ে যাওয়ার চিত্র।

বইটি মেলায় এনেছে প্রতিভা প্রকাশ। প্রচ্ছদ করেছেন মনিরুজ্জামান পলাশ। ৬০০, ৬০১, ৬০২ নম্বরে স্টলে ৩০০ টাকায় পাওয়া যাবে ‘বাঁকে ফেরা নদী’।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়