মেলায় আহসান হাবীবের ইলাসট্রেটেড জোকস গ্রন্থের মোড়ক উন্মোচন
বইমেলায় (২০২৩) কার্টুনিস্ট আহসান হাবীবের বই ইলাসট্রেটেড জোকস ১ ও ২ নামে দুটো বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলায় এ অনুষ্ঠান হয়। এতে লেখক আহসান হাবীব, লেকচার পাবলিকেশন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও কিন্ডারবুকস-এর প্রকাশক মাহমুদুল হাসান, রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়, কিন্ডারবুকস-এর প্রকল্প প্রধান আজহার ফরহাদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের জন্য এ ধরনের বই ভীষণ প্রয়োজন। এতে শিশু-কিশোররা আনন্দময় পাঠের মধ্য দিয়ে বই পড়ার প্রতি আরও বেশি আগ্রহী হবে। এ সময় মেলায় আগত দর্শনার্থী ও শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অমর একুশে বইমেলায় কিন্ডারবুকসের স্টল নম্বর ৭১৯। মেলা ছাড়াও বইটি কিন্ডারবুকস-এর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা যাবে।
/সাইফ/