ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
বইমেলায় ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’

অমর একুশে বইমেলার ১৫তম দিনে মোড়ক উন্মোচন হলো শেখ কানিজ ফাতেমার প্রথম গল্পগ্রন্থ  ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’।

শনিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মঞ্চে এর মোড়ক উন্মোচন করেন লেখকের ছেলে অনিরুদ্ধ ইনান।

আরো পড়ুন:

এ সময় গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন লেখক শেখ কানিজ ফাতেমা নিজেও। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী মলয় সাহা, মো. সাখাওয়াৎ হোসেন আকাশ, সৈয়দ হাসান যুবাইরসহ আরো অনেকে।

শেখ কানিজ ফাতেমার লেখা নিয়ে আলোচনা করেন সংস্কৃতিকর্মী প্রশান্ত কুমার মণ্ডল ও মো. আরিফুল ইসলাম, যোগাযোগ বিশেষজ্ঞ আরিফুর রহমান।

‘মন্তাজ মিয়ার স্বাধীনতা' বইটিতে মূলত স্থান পেয়েছে বাস্তচ্যুত মানুষের ক্ষুধা-যন্ত্রণা-প্রেম-বিরহ আর ছোট ছোট স্বপ্নসাধ। তার লেখার বড় বিশেষত্ব হলো তার প্রায় সবগুলো গল্পে জৈবিক প্রেমের তাড়নাকে পেটের ভাতের তাড়নার কাছে অবধারিতভাবে পরাজিত হতে দেখা যায়।

বইটি প্রকাশ করেছে নৈঋতা ক্যাফে। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ৬৪ পৃষ্ঠার এই বইটিতে গল্প রয়েছে মোট ৬টি। বইমেলায় নৈঋতা ক্যাফে স্টলে পাওয়া যাচ্ছে (স্টল নম্বর ৬১০)। দাম ২০০ টাকা।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়