ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আলেমা ভাসানীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ৪ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলেমা ভাসানীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে আলেমা খাতুন ভাসানী স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : আজ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর ১৪তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে ভাসানী ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে মাজার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, ভাসানী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ বিজ্ঞান অনুষদের ডীন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের প্রভোষ্ট ড. লুৎফর নেছা বারী, মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও মাওলানা ভাসানীর দৌহিত্র মো. মাহমুদুল হক সানু প্রমুখ।

মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন, সৈয়দ ইরফানুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ এনামুল কবির শহীদ, আব্দুস ছবুর খান বীরবিক্রম, অ্যাডভোকেট খালেদা পান্না, মোহাম্মদ হোসেন প্রমুখ।

আলোচনায় বক্তারা মাওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

 

 

 


রাইজিংবিডি/ টাঙ্গাইল/৪ অক্টোবর ২০১৫/শাহরিয়ার সিফাত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়