ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মজিবুল হক চুন্নু প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

রুমন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১২ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মজিবুল হক চুন্নু প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

কিশোরগঞ্জ জেলার মানচিত্র

জেলা প্রতিবেদক
কিশোরগঞ্জ, ১২  জানুয়ারি : দশম সংসদ নির্বাচনের পর সদ্য গঠিত মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মজিবুল হক চুন্নু। কিশোরগঞ্জের তাড়াইল ও করিমগঞ্জবাসীর জীবনে আর একটি স্মরণীয় সূর্যের উদয় হলো ১২ জানুয়ারি।

দশম জাতীয় সংসদের মন্ত্রী পরিষদের শপথ নেয়ার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় যেন ছিল তাড়াইল ও করিমগঞ্জবাসী।
শপথ নেওয়ার পরপরই রোববার কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মজিবুল হক চুন্নুর নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের করে।

৫ জানুয়ারি নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে শোনা যাচ্ছিল তার মন্ত্রী হওয়ার বিষয়টি। দুপুর ১২ টার পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রী পরিষদের সম্ভাব্য তালিকা প্রচার হতে থাকে। তখনই পুরো তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার মানুষ যেন নতুন একটি সূর্যের আভায় দেখতে পেলেন তাদের সন্তানের সর্বোচ্চ সম্মানটি।

১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে ভূমি উপমন্ত্রী ও দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


 

রাইজিংবিডি / রুমন / রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়