Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

প্রেমিককে বিয়ের দাবিতে বিলবোর্ডের ওপর কিশোরী

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১০ নভেম্বর ২০২০   আপডেট: ১১:৫৩, ১০ নভেম্বর ২০২০
প্রেমিককে বিয়ের দাবিতে বিলবোর্ডের ওপর কিশোরী

পছন্দের ছেলেকে বিয়ে করতে চায় মেয়ে। কিন্তু পরিবার কিছুতেই তা মেনে নিচ্ছে না। বাধ্য হয়ে রাস্তার পাশে উঁচু বিজ্ঞাপনের বিলবোর্ডের ওপর উঠে পড়ল এক কিশোরী।

কোনো সিনেমার দৃশ্যের বর্ণনা নয়, ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের ঘটনা এটি।

ব্যস্ত রাস্তায় হঠাৎ বিজ্ঞাপনের বিলবোর্ডের ওপর এক কিশোরীকে দেখতে পায় পথচারীরা। মুহূর্তের মধ্যেই সেখানে উৎসুক জনতার ভিড় জমতে থাকে। পাশাপাশি কিশোরীকে ওইভাবে বসে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কেউ কেউ। কারণ একটু এদিক সেদিক হলেই বড় বিপদ ঘটতে পারে। কিন্তু মেয়েটি ভাবলেশহীনভাবে বসে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, ওই কিশোরীর মা নিজের পছন্দের ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চান। কিন্তু প্রেমিককে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি নন মেয়ে। শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে সোজা বিলবোর্ডের ওপর ওঠে।

পরে তার প্রেমিকের অনুরোধে নিচে নেমে আসে এই কিশোরী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়