বিরল প্রজাতির ভালুক ও বাগডাসা উদ্ধার
তানজিমুল || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০১৪
আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উদ্ধারকৃত ভাল্লুক ও বাগডাসা
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী, ১৮ ফেব্রুয়ারি : রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এবার নওগাঁর নিয়ামতপুর থেকে বিপন্ন ও বিরল প্রজাতির দুটি কালো ভালুক ও দুটি বড় বাগডাসা উদ্ধার করেছে।
সোমবার রাতে প্রাণীগুলোকে রাজশাহীতে নেওয়া হয়। রাজশাহী বন্য প্রাণী বিভাগে প্রাণিগুলোর চিকিৎসা দিচ্ছেন রাবির ভেটেরিনারি ও এ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার এবং ডা. হেমায়েতুল ইসলাম আরিফ।
রাইজিংবিডি / তানজিমুল / রিশিত
রাইজিংবিডি.কম