যৌন ফাঁদে ধরা পড়ল চোর
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
![যৌন ফাঁদে ধরা পড়ল চোর যৌন ফাঁদে ধরা পড়ল চোর](https://cdn.risingbd.com/media/imgAll/2020August/risingbd4-2101291251.jpg)
কথায় আছে— চোর পালালে বুদ্ধি বাড়ে! কিন্তু এক নারীর উপস্থিত বুদ্ধিতে চোর হাতেনাতে ধরা পড়েছে।
ঘটনাটি স্লোভাকিয়ার। একটি পেট্রোল পাম্পে চুরির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। জানা যায়, ২৪ বছর বয়সী ওই ব্যক্তি পেট্রোল পাম্পে গিয়ে ভয় দেখিয়ে ক্যাশ বাক্সে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার হুমকি দেয়। এমনকি একজন কর্মীকে মেরে রক্তাক্ত করে।
এরপর ঘটে আসল ঘটনা। ওই সময় এক নারী চোরের সামনে আশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন। চোরও সেই ফাঁদে ধরা দেয়। ওই নারী পুলিশ না আসা পর্যন্ত চোরের মনোযোগ তার দিকে আটকে রাখার চেষ্টা করে। এ জন্য সে চোরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিনয় চালিয়ে যেতে থাকে।
শেষ পর্যন্ত ওই নারীর সঙ্গে চোরকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে পুলিশ। বলাবাহুল্য বর্তমানে সে হাজতে রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তবে সেই নারীর নাম পুলিশ প্রকাশ করেনি।
মারুফ