চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
এম এ মামুন || রাইজিংবিডি.কম
চুয়াডাঙ্গার মানচিত্র
জেলা প্রতিবেদক
চুয়াডাঙ্গা, ২৮ ফেব্রুয়ারি : চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মুদি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগিুকাণ্ডের সূত্রপাত হয়।
দোকান মালিক সেরেগুল জানান, প্রতিদিনের মত দোকানদারী করে বৃহস্পতিবার রাতে বাড়ি যান। সকাল সাড়ে ৬টার দিকে বাজারের লোকজন মোবাইলে খবর দেয় দোকানে আগুন ধরে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে আগুন নেভানোর জন্য চুয়াডাঙ্গা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, আগুনে প্রায় ৮ লাখ টাকার মালামাল ভম্মীভূত হয়েছে।
রাইজিংবিডি / এম এ মামুন / রণজিৎ
রাইজিংবিডি.কম