ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কপাল গর্ত করে হিরার টিপ পরেছেন যে গায়ক

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২০ জুন ২০২৪   আপডেট: ১০:৩৮, ২০ জুন ২০২৪
কপাল গর্ত করে হিরার টিপ পরেছেন যে গায়ক

আমেরিকান গায়ক লিল উজি ভার্ট

শখের বসে মানুষ অনেক কিছুই করে। বিশেষ করে নিজেকে সাজাতে মানুষ কখনো কখনো বাড়াবাড়ি রকমের কিছু করে বসে। যেমন আমেরিকান গায়ক লিল উজি ভার্ট। তিনি একজন র‌্যাপার গায়ক। এই গায়কের প্রকৃত নাম সিমের উডস। নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কপালে গর্ত করে হিরার টিপ বসিয়েছেন এই গায়ক। যা পৃথিবীতে বিরল ঘটনা। 

কপালে হিরার টিপ পরার জন্য তাকে খরচ করতে হয়েছে ১৭৫ কোটি টাকা। লিল উজি ভার্ট যে হিরার টিপ কপালে খোদাই করেছেন সেটির রং গোলাপি। তার এই অভিনব সাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন লিল।

ওই ভিডিওতে এই র‌্যাপারকে দেখা গেছে মাথা ঝাকাচ্ছেন আর কপালে জ্বলজ্বল করছে গোলাপি হিরার টিপ। ভিডিওর ক্যাপশনে লিল লিখেছেন বিউটি পেইন।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়