ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে জনপ্রিয়তা পাচ্ছে মুসলিম পাত্রপাত্রী খোঁজার অ্যাপ 

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:০৯, ২৭ আগস্ট ২০২৪
পাকিস্তানে জনপ্রিয়তা পাচ্ছে মুসলিম পাত্রপাত্রী খোঁজার অ্যাপ 

ছবি: সংগৃহীত

২৪ কোটি মানুষের দেশ পাকিস্তান। দেশটি সামাজিক ও কর্মক্ষেত্রে ছেলেমেয়েদের একসঙ্গে কথা বলা বা চলাফেরা করাকে নিরুৎসাহিত করে। সেই দেশেই বিয়ের সম্ভাব্য জীবনসঙ্গীর খোঁজ পেতে অনেক তরুণ-তরুণী ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। জনপ্রিয়তা পেয়েছে মুসলিম পাত্রপাত্রী খোঁজার যুক্তরাজ্যভিত্তিক অ্যাপ মুজম্যাচ। বর্তমানে এই অ্যাপটি শুধুই মুজ নামে পরিচিত।

এই অ্যাপ শুধুমাত্র মুসলিম তরুণ-তরুণীরা ব্যবহার করতে পারেন। পরিষ্কারভাবে মুখ দেখানোর বাধ্যবাধকতা নেই কারো। আগ্রহী তরুণ-তরুণী নিজেদের ছবি ঝাপসা করে পোস্ট করতে পারেন। তারপর একটা পর্যায়ে সামনাসামনি দেখা করতে পারেন। সামনাসামনি দেখা করার সময় ওই তরুণ-তরুণীরা তাদের মা-বাবা বা অভিভাবক সঙ্গে আনতে পারেন। 

আরো পড়ুন:

অ্যাপের কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করে তরুণ-তরুণীদের অভিভাবক সহ দেখার করার সুযোগ তৈরি করে দিতে সম্প্রতি একটি অনুষ্ঠানও করা হয়েছে। অনুষ্ঠানে আসা তরুণ-তরুণীদের মধ্যে কেউ কেউ বলছেন, তারা তাদের সম্ভাব্য জীবনসঙ্গী পেয়ে গেছেন।

পাকিস্তানে এই অ্যাপটি নিয়ে বিস্তর সমালোচনা থাকলেও অনেক তরুণ-তরুণী এই অ্যাপ ব্যবহারে উৎসাহী হচ্ছেন। এই অ্যাপ ব্যবহার করে অনেকেই জীবনসঙ্গীর খোঁজও পাচ্ছেন। মুজ অ্যাপটি পাকিস্তানের যাত্রা শুরু করে ২০১৫ সালে। তবে জানাশোনার পরেই কেউ কেউ চান পরিচয় একটু দীর্ঘ হোক তারপর বিয়ে করা যাবে আর কেউ কেউ শুরুতেই বিয়ের কথা চিন্তা করেন।

পাকিস্তানে পারিবারিক বিয়ে প্রথা অধিক প্রচলিত। এর পাশাপাশি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হওয়ার পরেও বিয়ের সিদ্ধান্তও নিচ্ছেন তরুণ-তরুণীরা।

তথ্যসূত্র: রয়টার্স

লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়