ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর শোকে দুধ দিয়ে গোসল করলেন স্বামী, তাতে শান্তি কী মিললো?

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৪ জুলাই ২০২৫   আপডেট: ১৫:০৭, ৪ জুলাই ২০২৫
স্ত্রীর শোকে দুধ দিয়ে গোসল করলেন স্বামী, তাতে শান্তি কী মিললো?

শাকিল। ছবি: সংগৃহীত

এক বা দুই বছরের সংসার নয়, তাদের সংসার ছিলো চৌদ্দ বছরের। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কথা ছিলো একে অন্যের হাত ধরে সুখে, দুখে জীবন কাটাবেন। কিন্তু সে স্বপ্ন থেকে গেলো অধরা। স্ত্রী তালাক দিয়ে চলে গেছেন। তালাকের নোটিশ পেয়েই অস্থির হয়ে পড়েন স্বামী শাকিল মন্ডল।

শাকিল পেশায় চা বিক্রেতা। নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে তার বাড়ি। অন্য যেকোনো পরিবারের মতোই তাদের পরিবারেও সুখ, দুখের গল্প ছিলো। শাকিলের শ্বশুর না থাকায় শাশুড়ি তাদের পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন। স্ত্রী একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। একটা পর্যায়ে দুইজনের সম্পর্কে অবনতি তৈরি হয়।  

আরো পড়ুন:

দিন দিন টানাপোড়েন আরও বাড়তে থাকে। দুইজনেই সংসার ভাঙার সিদ্ধান্ত নেন। কিন্তু কে আগে তালাক দেবে, এই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছিলেন না। শেষে স্ত্রী তাকে তালাক দেয়।

তালাকের নোটিশ পেয়েই অস্বস্তি বোধ করতে থাকেন শাকিল। যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বাজার থেকে তিনি এক মণ দুধ কিনে আনেন এবং সেই দুধ দিয়ে গোসল করেন।

শাকিলের ভাষ্য, ‘‘এরপর শান্তি পাইছি।’’

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়