‘একটাকে পাইছি, আরেকটার খোঁজ নাই’, বুকের ধন হারিয়ে কাঁদছেন বাবা
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
মরদেহ উদ্ধার চলছে। ছবি: সংগৃহীত
‘মাইলস্টোন ট্রাজেডি’— এক ঘটনায় অনেক পরিবারের কোলাহল থামিয়ে দিয়ে গেছে। কেড়ে নিয়েছে কোমলমতি শিশুদের প্রাণ। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় দেখা মিলছে সামরিক বাহিনী উদ্ধার করছে মৃতদেহ। কোথাও কোথাও পড়ে আছে পোড়া জুতা, দগ্ধ স্কুল ব্যাগ। পড়ে আছে আইডি কার্ড, স্কুলের খাতা।
সোমবারের এই ট্রাজেডির পর অনেক শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কিন্তু এখনও সন্তানের খোঁজ পাননি অনেক বাবা-মা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটোছুটি করছেন তারা।
চিকিৎসকেরা বলছেন, ‘‘বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে দগ্ধ হয়েছে, বাড়তে পারে প্রাণহানি।’’ এদিকে সন্তানকে স্কুলে দিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ না পেয়ে পাগলপ্রায় বাবা-মায়েরা। যারা এখনও সন্তানকে খুঁজে পাননি তারা আফসোস করা ছাড়া, তেমন কিছুই করতে পারছেন না।
এক বাবার হাহাজারি ‘‘সকালে স্কুলে আমি দিয়া গেছি। আমার সন্তান। একটাকে পাইছি, আরেকটার খোঁজ নাই। এখন বেঁচে আছে না মারা গেছে, তাও জানি না। ওর কোনো ঠিক-ঠিকানা নাই। আমার হাত দিয়ে আমি টিফিন দিয়া আইছি। জুনায়েদ আমার ছেলে, বাবা, জুনায়েদরে…।’’
ঢাকা/লিপি