ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামী-স্ত্রীর চেহারা দেখতে কেন একই রকম হয়

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:০১, ৩ আগস্ট ২০২৫
স্বামী-স্ত্রীর চেহারা দেখতে কেন একই রকম হয়

ছবি: প্রতীকী

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্বামী-স্ত্রীর চেহারার মধ্যে মিল রয়েছে। দুই জনের চেহারায় এতো মিল থাকে যে অনেক সময় ভাই-বোনের মতো মনে হয়। একবারও কি ভেবেছেন, কেন হয় এমন?

১৯৮৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা একটি গবেষণায় দেখেছেন, ‘‘স্বামী-স্ত্রী একসঙ্গে থাকার সময় তারা নিজেদের আবেগ ভাগাভাগি করে নেয়। যার ফলে তাদের মুখের দাগ থেকে শুরু করে অভিব্যক্তি প্রকাশেও সাদৃশ্য প্রতীয়মান হয়।’’

আরো পড়ুন:

মনোবিদ রবার্ট জানজঙ্ক বিভিন্ন দম্পতির বিয়ের দিনের ছবি এবং ২৫ বছর একসাথে কাটানোর পরের ছবি তুলনা করে দেখেন,  আশ্চর্যজনকভাবে তাদের মুখে মিল ফুটে উঠেছে। 

বিশেষজ্ঞরা বলেন, ‘‘একটি দম্পতির মধ্যে বৈবাহিক সম্পর্ক যত বেশি দৃঢ়, মধুর ও সুখের হয়, তাদের মধ্যকার সাদৃশ্যের সম্ভাবনাও তত বেশি বেড়ে যায়।’’

এমপ্যাথেটিক মিমিক্রি
একে অপরকে ভালোবাসার করণে এমপ্যাথেটিক মিমিক্রি বা ভালোবাসার অনুকরণ তৈরি হয়। গভীর ভালোবাসা আর তীব্র মায়া থেকেই মানুষ সঙ্গীকে অনেক দিক দিয়ে অনুসরণ করতে শুরু করে। দেখা যায় যে তাদের মুখের ভঙ্গি পর্যন্ত এক হয়ে যায়।
 
একইরকম খাওয়া-দাওয়ার প্রভাব
একইসঙ্গে বসবাস করার জন্য খাওয়া-দাওয়া, চলাফেরা, ঘুমানোর রুটিন সবকিছুতে মিল থাকে। এই সবকিছুর সম্মিলিত প্রভাবে চেহারাই শুধু নয় শারীরিক গঠনেও সাদৃশ্য তৈরি হয়। 

জীবনাচরণে মিল
স্বামী-স্ত্রীর চলাফেরা এবং জীবনাচরণসহ অনেক কিছুতেই অনেক মিল থাকে ফরে চেহারায় তার সরাসরি প্রভাব পরে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়