ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্ধুর মৃত্যুতে নাচলেন আরেক বন্ধু

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০২, ১০ আগস্ট ২০২৫
বন্ধুর মৃত্যুতে নাচলেন আরেক বন্ধু

ছবি: সংগৃহীত

বন্ধুর মৃত্যু যেকোনো বয়সের মানুষের কাছেই বিষাদের, কষ্টের। সাধারণত দেখা যায়, মৃত ব্নধুকে শেষ বিদায় জানানোর সময় মানুষ কাঁদে। ধর্মমত মেনে, বন্ধুর আত্মার শান্তি কামনা করে। কিন্তু কাউকে নাচতে দেখা গেছে বলে শোনা যায় না। মৃত বন্ধুকে বিদায় জানানোর সময় নেচেছেন ভারতের এক ব্যক্তি। এর পেছনে রয়েছে এক গল্প।

যিনি নাচছেন তিনি মৃতের বন্ধু। আর মৃত বন্ধুর ইচ্ছা পূরণ করতেই শবযাত্রায় নাচছেন তিনি। যখন তিনি নাচছিলেন তখনও কাঁদছিলেন। 

আরো পড়ুন:

ভারতীয় গণমাধ্যমের তথ্য, এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌর (Mandsaur) জেলায়। ঘনিষ্ঠ বন্ধুর শেষ ইচ্ছেকে সম্মান জানাতেই নেচেছেন মান্দসৌরের জাওয়াসিয়া গ্রামের বাসিন্দা অম্বালাল প্রজাপতি।

দুই বন্ধুর বয়সের ব্যবধান ছিলো ২০ বছরের। অনেক আগেই একটি চিঠি লিখেছিলেন সোহনলাল। তাতেই তিনি তার এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন। তখনই তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অম্বালাল।
চলতি বছরের বন্ধু দিবসে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পিটিআই-কে অম্বালাল বলেন, ‘‘ বন্ধুর শেষযাত্রায় আমি নাচব বলে কথা দিয়েছিলাম। সেই কথা রেখেছি। সোহনলাল আমার কাছে শুধুমাত্র একজন বন্ধু ছিলেন না। তিনি ছিলেন আমার ছায়ার মতো।’’
অম্বালালের সেই নাচ পুরোহিতসহ সকলের চোখে জল এনে দিয়েছে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়