কালীগঞ্জ নিহত আ.লীগ নেতার শেষকৃত্য সম্পন্ন
ফয়সাল || রাইজিংবিডি.কম
ঝিনাইদহ জেলার মানচিত্র
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় নিহত কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ মোহন ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে কালীগঞ্জ উপজেলার নিজ বাড়ি কোলাখেদাপাড়া গ্রামে নিয়ে আসা হয়। পরে স্থানীয় শ্বশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, জিয়াউল আজাদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এম হাকিম আহমেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় ১১ জনকে কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হলে আহত আনন্দ মোহন ঘোষ মারা যান।
রাইজিংবিডি/ঝিনাইদহ/৮ জানুয়ারি ২০১৫/ফয়সাল/রিশিত
রাইজিংবিডি.কম