চাঁপাইনবাবগঞ্জে জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাড়িতে ককটেল হামলা
রফিকুল || রাইজিংবিডি.কম
ককটেল (ফাইল ফটো)
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শনিবার জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিনুর রহমানের ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবেশ চন্দ্র পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার রাত ৮টার দিকে কবিতা খানমের বাসভবনে ককটেল নিক্ষেপ করা হয়। তবে ককটেলটি বাসভবনের বাইরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিনুর রহমানের বাসভবনে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ হামলা চালানো হয়। এ সময় তিনি ঘরে ছিলেন।
মোস্তাকিনুর রহমান জানান, দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলগুলো বাসভবনের ভিতরে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
শহরের নিয়ামতনগর এলাকায় অবস্থিত গণপূর্ত বিভাগের অফিসার্স কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিনুর রহমান। এর কয়েক গজের মধ্যেই রয়েছে পুলিশ সুপারের বাসভবন।
রাইজিংবিডি/চাঁপাইনবাবগঞ্জ/১১ জানুয়ারি ২০১৫/রফিকুল/রফিক
রাইজিংবিডি.কম