দৌলতদিয়া ঘাটে সহস্রাধিক যানবাহন আটকা, যাত্রী দুর্ভোগ
সোহেল মিয়া || রাইজিংবিডি.কম
রাজবাড়ী জেলার মানচিত্র
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদী পার হতে আসা অন্তত সহস্রাধিক যানবাহন আটকে পড়েছে। এতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ফরিদপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিলের ওরশ শেষ হওয়ায় সেখানে অংশগ্রহণকারীরা বাড়ি ফিরতে শুরু করেছে। আর সেজন্যই এই যানজটের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ঘাটে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা।
তারা জানান, বিপুলসংখ্যক লোক বাসে করে ফেরি পার হতে ঘাটে আসছে। দুপুরের পর থেকে তাদের বহনকারী শত শত বাস ঘাটের সিরিয়ালে আটকা পড়ে। সন্ধ্যা পর্যন্ত এ সিরিয়াল মহাসড়কের প্রায় ছয় কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।
এদিকে, দীর্ঘ যানজটের কারণে বিভিন্ন যানবাহনের যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। আটরশির ওরশে অংশ নিয়ে সিলেটগামী মো. সুমন মিয়া, হালিম মিয়াসহ অনেকেই এই প্রতিনিধিকে জানান, ওরশে এসে প্রতি বছরই নদী পার হতে দৌলতদিয়া ঘাটে এসে কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয়। এবার হরতাল-অবরোধ থাকায় দুর্ভোগ কম হবে ভেবেছিলেন তারা। কিন্তু ওরশ থেকে ফিরে যাওয়া গাড়ির সঙ্গে অন্যান্য যানবাহনের কারণে ভোগান্তিতে পড়েছেন তারা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, দূরপাল্লার যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ওরশ ফেরত বাসের চাপে এ অবস্থা হয়েছে। এ ছাড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যান্ত্রিক ত্রুটিতে বিকল থাকায় বিড়ম্বনা বেড়েছে। বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, রাত ৯/১০টার মধ্যে সব যানবাহন পর্যায়ক্রমে নদী পার করা সম্ভব হবে।
রাইজিংবিডি/রাজবাড়ী/১৭ ফেব্রুয়ারি ২০১৫/সোহেল মিয়া/সনি
রাইজিংবিডি.কম