ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীর কল্যান্দি সার্বজনীন পূজা মন্দির

জাহাঙ্গীর আলম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২১ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীর কল্যান্দি সার্বজনীন পূজা মন্দির

নোয়াখালী প্রতিনিধি : দুই শতাব্দীর পরেও কালের নিরব সাক্ষী স্ব-গৌরবে টিকে আছে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কল্যান্দি সার্বজনীন পূজা মন্দির।

ভেতরে পুরাতন ভেঙে নতুন ভবন, অভ্যন্তরীণ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে সৌন্দর্য্য রক্ষা করে টিকে আছে নোয়াখালীর এ মন্দিরটি।

ঐতিহাসিক ঘটনার কারণে নোয়াখালীর অনেক পরিচিতি স্থান বর্ধিত জনসংখ্যা বাড়তি চাপে অতীতের নিরব স্মৃতিগুলো নামে টিকে থাকলে এর ব্যতিক্রম কল্যান্দি সার্বজনীন পূজা মন্দির।

জেলার প্রাচীন ঐতিহ্যের সাক্ষী এই মন্দিরকে ঘিরে রাজবাড়ীর মতো বাসগৃহ, অতিথিশালা, রাজদরবার, মঠ, স্মৃতিবিজড়িত কাচারিঘর অবকাঠামো টিকে আছে এর আশপাশে। প্রচীন আমলে থেকে ক্ষমতাসীনদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব ছিল সর্বত্র।

 

 

 

রাইজিংবিডি/নোয়াখালী/ ২১ অক্টোবর  ২০১৫/জাহাঙ্গীর আলম/রণজিৎ/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়