ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকলেট দিয়ে গোসল (ভিডিও)

আফরিনা ফেরদৌস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৪ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 চকলেট দিয়ে গোসল (ভিডিও)

বাথটাবে চকলেট দিয়ে গোসল করছেন যুবকটি

আফরিনা ফেরদৌস : চকলেট খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি। তা চকলেট বার হোক কিংবা লিকুইড।

 

আর নিউটেলার কথা তো আমরা সবাই জানি। এমন কাউকে খুঁজে পাওয়া হয়ত মুশকিল হবে, যিনি ছোটবেলায় একবারও নিউটেলা খাননি। এটি একটি লিকুইড চকলেট। এই চকলেটের প্রতি অনেকের আসক্তি থাকতে পারে। কিন্তু তার পরিমাণ কতটা হতে পারে তা ভাবতে পারেন?

 

সবাইকে অবাক করে দিয়ে তারই প্রমাণ দিলেন এক যুবক। নিউটেলার প্রতি তার আসক্তি প্রকাশ করতে নিউটেলাতে গোসল করে পালন করলেন বিশ্ব নিউটেলা দিবস। প্রায় ২৭২ কিলোগ্রাম নিউটেলা বাথটাবে ঢেলে তাতে গোসল করেন তিনি।

 

তারই একটি ভিডিওটি প্রকাশিত হয়েছে ইউকে বেজড ইউটিউবার সিমরি ক্যান্ডারে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০০ জার নিউটেলা বাথটাবে ঢালে ছেলেটি। এতে তার প্রায় ৬ ঘণ্টা সময় লাগে। ঢালার পর সেই বাথটাবের ঠিক মাঝখানে বসে পড়ে এবং নাচের ভঙ্গি করতে থাকে।

 

এবারই প্রথম নয় এর আগেও এমন অনেক ভিডিও তৈরি করেছে যুবকটি। তার মধ্যে একটি ছিল গরম সসে গোসল করা। যদিও তা বেশ যন্ত্রণাদায়ক ছিল। তবে চকলেটে গোসল করার ব্যাপারটি ভিন্ন বৈকি!

 

দেখুন : প্রকাশিত ভিডিও

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ নভেম্বর ২০১৬/আফরিন/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়