ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নীলা হারুন-এর কবিতা ‘কাওয়াই-ও’

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২২  
নীলা হারুন-এর কবিতা ‘কাওয়াই-ও’

পাখিটি করুণ স্বরে ডাকছে 
এসো এসো প্রিয়তমা
তার গলা ভেঙে যাচ্ছে
স্বর আরও করুণ হয়ে উঠছে
অভিমানী কাতরতায়
সে কাকে যেন ডাকছে

প্রিয়তমা, 
মা ছাড়া আর কোন নারীকেই সে দেখেনি
সে তো জানে না তার প্রজাতির সমাপ্তি সে-ই;
তাই হন্যে হয়ে খুঁজে বেড়ায়
এডালে-ওডালে কান্না ছড়ায়-
এসো প্রিয়তমা 
আমাদের সংসার সন্তানের দরকার
আমাদের কেয়ামত  থেকে বাঁচার জন্য প্রেম করা দরকার
আমাদের সংগম গোটা জাতির অধিকার

পাখিটির মৃত্যু ঘনিয়ে আসে
কাতর স্বরে দায় মেটাতে কাকে যেন সে ডাকে
মৃত্যুকালেও সংগম করে চিহ্ন টেকাতে ব্যাকুল 

কিন্তু 
মা ছাড়া আর কোন নারীকেই কোনদিন দেখেনি সে।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়