ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ ‘প্রথম প্রেম দিবস’

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
আজ ‘প্রথম প্রেম দিবস’

আজ ‘প্রথম প্রেম দিবস’। প্রতিবছরই বিশ্বজুড়ে ১৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। 

যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই। কিন্তু এর হাওয়া লেগেছে তারুণ্য ভরা মনে। তাই দিবসটিতে তরুণদের মেতে উঠতে দেখা যায়। হয়তো আজও টিএসসি, নানা ক্যাফে কিংবা সংস্কুতি আড্ডায় এমন দৃশ্য চোখে পড়বে।

আসলে দিবসটির আবেদন কেবল তারুণ্যতেই বাঁধা পড়ে নেই। সব বয়সের মানুষের মধ্যেই প্রথম প্রেমের চিরন্তন সত্যটি লুকিয়ে। হয়তো কেউ প্রকাশ করেন কেউ প্রকাশ করেন না।

শিল্পী নচিকেতা গেয়েছেন-‘হাজার কবিতা, বেকার সবই তা/ তার কথা কেউ বলে না, /সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’

নচিকেতার ‘নীলাঞ্জনা’র মতো শিল্পী অঞ্জনের আছে ‘রঞ্জনা’, সুনীলের ‘বরুণা’ কিংবা জীবনানন্দের ‘শোভনা দাশ’- এমন প্রথম প্রেমের ঢেউ কারো না কারো মনে দোলা দিয়েই যায়। 

আহসান হাবীব কবিতায় লিখেছেন—‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে/ তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম/ ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে/ফিরিয়ে দিলেই বুঝতে পারি/ভালোবাসা আছে।’

নিজের অজান্তে দুয়ারে আসা প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত জীবনের প্রথম ভালো লাগার সেই মানুষটির সঙ্গে আজও একাকার হয়ে বাস করেন, তাহলে তো কথাই নেই। দুষ্টু-মিষ্টি স্মৃতি মনে করতে করতে দুজনে মিলেই নাহয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে।

মান্না দে’র গাওয়া- যদি কাগজে লেখো নাম/কাগজ ছিঁড়ে যাবে/পাথরে লেখো নাম/পাথর ক্ষয়ে যাবে/হৃদয়ে লেখো নাম/সে নাম রয়ে যাবে- এ গানটিতে বলেছেন : হৃদয় আছে যার সেইতো ভালোবাসে/প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে..

বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনে প্রতিবারই এক ভালোলাগার অভিজ্ঞতা জাগে মনে। এ কারণেই কেউ ভুলতে পারেন না।

/টিপু/

সর্বশেষ

পাঠকপ্রিয়