ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রকাশিত হলো মুনীরুল ইসলামের বুদ্ধিমান সিরিজের ৫ বই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ৮ জুলাই ২০২৫  
প্রকাশিত হলো মুনীরুল ইসলামের বুদ্ধিমান সিরিজের ৫ বই

প্রকাশিত হলো মাওলানা মুনীরুল ইসলামের ‘বুদ্ধিমান সিরিজ’। এই সিরিজের ৫টি বই প্রকাশ হয়েছে। প্রকাশক আনোয়ার লাইব্রেরী।

গল্প পাঠ করতে কার না ভালো লাগে। আর তা যদি হয় বুদ্ধির গল্প, বুদ্ধিমানের গল্প, তাহলে তো কথাই নেই। এমন সব মজাদার শিক্ষণীয় গল্প দিয়েই সাজানো হয়েছে এই সিরিজটি। আরও মজার ব্যাপার হলো, ভিন্ন ভিন্ন চরিত্রের সঙ্গে প্রতিটি গল্পের প্রধান চরিত্রই ‘বুদ্ধিমান ভাইয়া’। যেখানেই সমস্যা হয়েছে, সেখানেই বুদ্ধিমান ভাইয়া এসে দিয়েছেন বুদ্ধিদীপ্ত সমাধান। এজন্যই সিরিজটির নামকরণ করা হয়েছে ‘বুদ্ধিমান সিরিজ’।

সিরিজের বইগুলো হলো: চমৎকার ফয়সালা, লোভী রাজার কাণ্ড, ভাগ্য গণকের দুর্ভাগ্য, বন্ধু যখন চোর এবং হেরে গেল নাস্তিক।

পাঁচটি বইয়ে ভিন্ন স্বাদের মোট ১৩৭টি গল্প রয়েছে। গল্পগুলো পড়লে পাঠকের মাথার জট খুলবে, বুদ্ধি বাড়বে, খুঁজে পাবে সমাধানের পথ এবং বিস্তৃত হবে জানাশোনার পরিধি। 

সিরিজটি আনোয়ার লাইব্রেরীসহ দেশের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে ৫০ শতাংশ কমিশনে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করেও সংগ্রহ করা যাবে। মোট ৪০০ পৃষ্ঠার ৫টি বইয়ের গায়ের মূল্য ৯০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন কাজী যুবাইর মাহমুদ। 

তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়