ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ৫০০ শয্যার হবে

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৪ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ৫০০ শয্যার হবে

মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অদূরে অবস্থিত মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটকে ২০০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

তিনি বলেন, এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসা সেবায় অত্যাধুনিক সব যন্ত্রপাতি বসানো হবে।

 

মঙ্গলবার মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভায় তিনি একথা বলেন।


মোহাম্মদ নাসিম বলেন, বেশিরভাগ কর্মস্থলেই চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। কিছুসংখ্যক চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন না, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

  

শিশু ও মাতৃ স্বাস্থ্য সেবায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অর্জন দক্ষিণ এশিয়া ও অনুন্নত দেশগুলোতে উদাহরণ হিসেবে দেখা হয়। যে কোনো অরাজকতা ও নৈরাজ্য মোকাবেলা করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। সুষম ও দরিদ্রবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

 

সভা শেষে প্রতিষ্ঠানে দীর্ঘদিন অস্থায়ী ভিত্তিতে কর্মরত শতাধিক কর্মচারী তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রীর কাছে দাবি জানালে তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মোল্লা এমপি, সানজিদা খাতুন এমপি, স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়া তাসনিম।



রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৪/শফিক/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়