ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ নিউমোনিয়ার প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ নিউমোনিয়ার প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জে ঋতু পরিবর্তনজনিত নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে।

জেলা শহরের আধুনিক সদর হাসপাতালে শনিবার (১৪ মার্চ) বিকেল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় নিউমোনিয়ায় আক্রান্ত ২০টি শিশু ভর্তি হয়েছে। আর শুক্রবার দুপুর (১৩ মার্চ) পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৮০টি শিশু ভর্তি হয়।

গত কয়েক দিনে অধিক সংখ্যায় নিউমোনিয়া আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মাহফুজুর রহমান জানান, এক সপ্তাহ ধরে সব ধরনের রোগী হাসপাতালে বেড়েছে। তাদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেশি।

আবহাওয়াজনিত কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে দাবি করে জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল জানান, ঠান্ডার পর গরম আসায় নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। তবে এতে ভয়ের কারণ নেই। এর জন্য সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে।

হাসপাতালে যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে বলেও জানান তিনি।


মিমপা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়