আইসিইউ খালি নেই ঢাকার ১১ সরকারি হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
রাজধানীতে করোনা ডেডিকেটেড ১৬টি হাসপাতালের মধ্যে সরকারি ১১টি হাসপাতালেই আইসিইউ খালি নেই। অন্য সাত হাসপাতালে খালি ছিলো মাত্র ২২টি। এছাড়া মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৮টি বেসরকারি হাসপাতালে আইসিইউ খালি ছিলো ১১৫টি।
মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১টি, ৫০০ শয্যা মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১টি, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১টি, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে ৬টি, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১৩টি আইসিইউ খালি ছিলো।
রাজধানী সরকারি ১৬টি হাসপাতালে মোট আইসিইউ ৩৮১টি। বেসরকারি ২৮টি হাসাপাতালে আইসিইউ সংখ্যা ৮৯৩টি।
বেসরকারি ২৮টি হাসপাতালের মধ্যে ৭টিতে আইসিইউ খালি নেই। অন্যগুলোর মধ্যে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭টি, আসগর আলী হাসপাতালে ২টি, স্কয়ার হাসপাতালে ৬টি, ইবনে সিনা হাসপাতালে ১টি, ইউনাইটেড হাসপাতালে ১টি, এভার কেয়ার হাসপাতালে ২টি, ইমপালস হাসপাতালে ১০টি, জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪টি, হলি ফ্যামিলি হাসপাতালে ৩টি;
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২টি, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫টি, সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬টি, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে ১টি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হসপিটালে ১টি, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১টি, বেটার লাইফ হাসপাতালে ১১টি, কমফোর্ট হাসপাতালে ৪টি, ফেমাস হাসপাতালে ৪টি, বিআইএইচএস হাসপাতালে ৬টি, সাজেদা হাসপাতালে ১টি, গণ স্বাস্থ্য নগর হাসপাতালে ৫টি আইসিইউ খালি ছিলো।
ঢাকা/সাওন/সনি