ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বক্ষব্যাধি হাসপাতালে যুক্ত হলো ১৫ আইসিইউ বেড 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২ জুন ২০২২  
বক্ষব্যাধি হাসপাতালে যুক্ত হলো ১৫ আইসিইউ বেড 

বক্ষব্যাধি হাসপাতালে আইসিইউ বেড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন ১৫টি আইসিইউ বেড উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে মোট আইসিইউ বেড হলো ২৫টি।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালটিতে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

এ সময় তিনি প্রতিষ্ঠানটির অ্যাজমা সেন্টারের প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৫টি আইসিইউ বেড বক্ষব্যাধি হাসপাতালে রোগীদের সেবায় নতুন দিক উন্মোচন করবে। এর মাধ্যমে রোগীরা হাসপাতালে আরও জরুরি ও উন্নত সেবা পাবেন।

হাসপাতালটিতে মোট আইসিইউ বেডের সংখ্যা হলো ২৫টি। এর আগে এক নম্বর রুমে আইসিইউ বেড ছিল ১০টি। দুই নম্বর আইসিইউ রুমে নতুন করে সংযোজন হয়েছে ১০টি ও হাসপাতালটির অ্যাজমা ভবনের পাঁচ তলায় সংযোজন হয়েছে আরও পাঁচটি আইসিইউ বেড।

আইসিইউ ও ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদসহ বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকরা।

/মেয়া/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ