ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৬২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৭ ডিসেম্বর ২০২২  
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৬২

ফাইল ফটো

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন।

২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৩৫ জন এবং ঢাকার বাইরে ২৭ জন।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৩ জন এবং দেশের অন্যান্য অঞ্চলে চিকিৎসাধীন আছেন ১৯২ জন রোগী।

চলতি বছরে ২৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৬২ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ১৩৪ জন এবং ঢাকার বাইরে ২৩ হাজার ৫৫ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬১ হাজার ৫১৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৭৫৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৭৫৫ জন সুস্থ হয়েছেন।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়