ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কেউ শঙ্কামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৪ মার্চ ২০২৪   আপডেট: ১৬:৪৯, ১৪ মার্চ ২০২৪
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কেউ শঙ্কামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউ শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের অনেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে। চিকিৎসাধীন দগ্ধ ৩২ জনের কেউ শঙ্কামুক্ত নয়।

আরো পড়ুন:

পড়ুন: গাজীপুরে আগুনে দগ্ধের সংখ্যা বেড়ে ৩৬, তদন্ত কমিটি গঠন

মন্ত্রী বলেন, আজ সকালে আমরা রোগীদের দেখেছি। ডাক্তারসহ আমরা একটা মেডিক্যাল বোর্ড বসেছিলাম। ৫০ ভাগের বেশি বার্নের রোগী আছে ১৬ জন। ৮০ ভাগের বেশি পুড়ে যাওয়া রোগী ১০ জন। রোগীদের অবস্থা এতটাই খারাপ যে সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বিষয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। বাকিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তাদের কেউ আশঙ্কামুক্ত নয়। তাদের ছয় জন ইতোমধ্যে আইসিইউতে আছে। যাদের ৯০ ভাগের বেশি বার্ন।

অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। তাদের বিষয়ে ডা. সামন্ত লাল বলেন, বাচ্চাদের ১০ ভাগের বেশি বার্ন হলেই আশঙ্কাজনক হয়ে যায়। সেখানে বাচ্চাদের অনেকেরই ৩০ ভাগের বেশি বার্ন। ১০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ১১-১৮ বছর বয়সের মধ্যে ৬ জন রোগী রয়েছে। এই ১৩ জনের সবাই ১০ ভাগের বেশি পুড়ে যাওয়া।

পড়ুন: দগ্ধ রোগীদের জন্য বোর্ড সভা করলেন স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের কেউ আশঙ্কামুক্ত নয়। অধিকাংশের অবস্থা খারাপ। যেকোনো বার্নের রোগী যতক্ষণ বাসায় না যায় ততক্ষণ তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না।

/মেয়া/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়