ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেন্টাল অ্যানাটমিতে ডা. মুশফিক ও ডা. ইমনের অনন্য অর্জন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১৪ মে ২০২৫   আপডেট: ২১:৫৮, ১৪ মে ২০২৫
ডেন্টাল অ্যানাটমিতে ডা. মুশফিক ও ডা. ইমনের অনন্য অর্জন

ডেন্টাল অ্যানাটমি বিষয়ে এমডি পাস করেছেন ডা. মুশফিকুর রহমান ও ডা. খন্দকার ইমানুজ্জামান ইমন। তারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডেন্টাল অ্যানাটমি বিষয়ে এই ডিগ্রি অর্জন করেছেন। যা দেশের ইতিহাসে প্রথম। ডা. মুশফিকুর সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল ও ডা. ইমানুজ্জামান ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষকতা করছেন।

ডা. মুশফিকুর দাঁতের মরফোলজি ও ক্র্যানিওফেসিয়াল কাঠামো সম্পর্কে সম্পর্কে শিক্ষার্থীদের উপলব্ধি তৈরিতে ত্রিমাত্রিক শারীরবৃত্তীয় মডেলিং, ডিজিটাল সিমুলেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি একীভূতকরণে কাজ করছেন। তাত্ত্বিক জ্ঞানকে ক্লিনিকাল দক্ষতার সঙ্গে যুক্ত করে ভবিষ্যৎ ডেন্টিস্টদের বিশ্লেষণী ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ করা তার লক্ষ্য।

তিনি ওরাল হিস্টোলজি স্লাইড প্রস্তুতকরণ, ল্যাবভিত্তিক ডেন্টাল অ্যানাটমি শিক্ষার ওপর গুরুত্বের পাশাপাশি নিজ হাতে তৈরি স্লাইডের মাধ্যমে শিক্ষার্থীদের দাঁতের টিস্যু ও কোষের গঠনবিন্যাস সরাসরি পর্যবেক্ষণে সহায়তা করছেন।

অন্যদিকে, ডা. ইমানুজ্জামান ডেন্টালের বিভিন্ন বিষয়ের সঙ্গে ডেন্টাল অ্যানাটমির আন্তঃসম্পর্ক অন্বেষণে আন্তঃবিভাগীয় সহযোগিতাকে উৎসাহিত করছেন। তার লক্ষ্য, প্রমাণভিত্তিক চর্চার মাধ্যমে জটিল মৌখিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ এক প্রজন্ম গড়ে তোলা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অ্যানাটমি বিষয়ে প্রথম এমডি স্নাতক হিসেবে ডা. মুশফিকুর রহমান ও ডা. খন্দকার ইমানুজ্জামান ইমনের এই অর্জন দেশের দন্ত চিকিৎসা শিক্ষায় এক অনন্য মাইলফলক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্ভাবন, সুলভতা ও ক্লিনিকাল উৎকর্ষের ভিত্তিতে ডেন্টাল অ্যানাটমি শিক্ষাকে এগিয়ে নেওয়ার তাদের এই যৌথ প্রত্যয় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বৈশ্বিক ডেন্টাল কমিউনিটিতে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ঢাকা/রাসেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়