ঝিনাইদহে হাসপাতালে চিকিৎসা পেতে হয়রানি
ফয়সাল আহমেদ || রাইজিংবিডি.কম
ঝিনাইদহ সদর হাসপাতালের প্রধান ফটক (ছবি : ফয়সাল আহমেদ)
ফয়সাল আহমেদ, ঝিনাইদহ : নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও বেশিরভাগ চিকিৎসকের অনুপস্থিতির কারণে সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে হয়রানির শিকার হচ্ছেন ঝিনাইদহের সাধারণ মানুষ। সাধারণ রোগের চিকিৎসার জন্যও তাদেরকে যশোর, ফরিদপুর কিংবা রাজধানীতে যেতে হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাসস্থান থাকা সত্ত্বেও চিকিৎসকরা সেখানে থাকেন না। তাদের বিরুদ্ধে সময়মত অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ আছে। অপারেশন থিয়েটার ও মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ব্যবহার না করার ফলে বিকল হয়ে গেছে। জেলা সদর হাসপাতালে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে স্থাপিত চার বেডের করোনারী কেয়ার ইউনিটটি গত ১০ বছর ধরে বন্ধ পড়ে আছে।
এ জেলায় সদর হাসপাতাল, ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৩টি ইউনিয়ন পর্যায়ের সাব সেন্টার ও ১৬টি ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিক রয়েছে। সরকারিভাবে চিকিৎসকের সংখ্যা ১৯১। এর মধ্যে কর্মরত ৭৯ জন। বাকি ১১২টি পদ শূন্য দীর্ঘদিন। নার্সের সংকটও প্রকট। নেই প্রয়োজনীয় সংখ্যক মেডিক্যাল টেকনোলজিস্টও।
বেসরকারি পরিসংখ্যান মতে, ১৮ লক্ষাধিক জনসংখ্যার এ জেলায় অর্ধলক্ষাধিক মানুষের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছেন। তবে কর্মরত চিকিৎসকরাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করেন না। তারা বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন নিজেদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে।
ঝিনাইদহ সদর হাসপাতাল কয়েক বছর আগে ৫০ শয্যা থেকে একশ শয্যায় উন্নীত হয়েছে। অবকাঠামো নির্মাণ করা হলেও এখনও প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হয়নি। এরই মাঝে গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনাইদহ সফরকালে সদর হাসপাতালকে আড়াইশ বেডে উন্নীত করার ঘোষণা দেন। তবে আজও তার কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।
জানা গেছে, সদর হাসপাতালে ২২ জন ডাক্তারের মধ্যে আছেন ১৭ জন। অন্য স্থান থেকে ডেপুটেশনে ডাক্তার এনে কাজ চালানো হচ্ছে। কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে সময়মত অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ আছে। একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখেছে, যে সকল ডাক্তার সময়মত হাসপাতালে হাজির হন না, তারা ওই সময় ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালে ব্যস্ত থাকেন। এ বিষয়ে একটি রিপোর্টও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। তবে ডাক্তাররা এ রিপোর্টকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন।
এলাকাবাসী জানান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার সাহা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যা-ে কেয়ার হসপিটাল নামে একটি ক্লিনিক খুলে বসেছেন। অধিকাংশ সময় তাকে ক্লিনিকেই বসে থাকতে দেখা যায়।
সদর হাসপাতালে প্রতিদিন ৫/৬শ রোগী আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসেন। বছরে বেড প্রতি সোয়া লাখ টাকার ওষুধ, গজ-ব্যান্ডেজ ও আনুষঙ্গিক ব্যয় বরাদ্দ থাকে। কয়েকজন ডাক্তার জানান, হাসপাতালে বর্তমানে ওষুধের কোন অভাব নেই। তবে রোগীরা জানান, তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। আর দালালের উৎপাত তো আছেই।
এদিকে ৫০ লাখ টাকা ব্যয় করে হাসপাতালে করোনারী কেয়ার ইউনিট স্থাপন করা হয়েছিল। কিন্তু গত ১০ বছর ধরে এটি বন্ধ পড়ে আছে। জানা গেছে, জনবলের অভাবে করোনারী কেয়ার ইউনিটের মূল যন্ত্রপাতি বিকল হয়ে গেছে। ফলে এ জেলার বেশিরভাগ হৃদরোগীকে যশোর কিংবা রাজশাহীতে যেতে হয়। পথে যানবাহনেই অনেক রোগীর মৃত্যু ঘটে। করোনারী কেয়ার ইউনিটটি চালু থাকলে সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচানো যেতো বলে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা মনে করেন।
৫০ শয্যার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডাক্তারের মধ্যে আছেন ৫ জন। প্রতিদিন আউটডোরে আড়াইশ থেকে তিনশ রোগী আসেন। দুই জন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, তারা সময়মত হাসপাতালে আসেন না। প্রাইভেট ক্লিনিকের দালালরা রোগী ভাগিয়ে নিতে সদা তৎপর থাকেন এ হাসপাতালে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সেকেন্দার স্বীকার করেন, প্রতি মাসে ২৫ লাখ টাকা ব্যয় হলেও মানুষকে তারা কাঙ্খিত সেবা দিতে পারছেন না।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। অবকাঠামো নির্মিত হলেও লোকবল নিয়োগ হয়নি। নতুন কাঠামো অনুযায়ী ২১ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন ৫ জন। গাইনি কনসালট্যান্টকে ডেপুটেশনে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এনেসথেসিয়ার চিকিৎসক না থাকায় এখানে অনেকদিন থেকে অপারেশন বন্ধ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু বকর সিদ্দিকী বলেন, এখানে রোগীর অনেক চাপ। জোড়াতালি দিয়ে হাসপাতাল চলছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেহাল দশা। ৫০ শয্যায় উন্নীত করা হলেও ডাক্তার ও অন্য লোকবল নিয়োগ হয়নি। ৩২ জন ডাক্তারের পদ আছে। কর্মরত আছেন ১৪ জন। তার মধ্যে দু`জন আবার বিদেশে আছেন। অভিযোগ রয়েছে, ডাক্তাররা প্রাইভেট ক্লিনিক নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এক্সরে ও ইসিজি মেশিন দীর্ঘদিন ধরে অচল। হাসপাতালের পরিবেশ নোংরা। এখানে অপারেশন হয় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, সংকট থাকলেও হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বিশেষজ্ঞসহ ৩০ জন ডাক্তারের পদ আছে। অথচ ডাক্তার আছেন মাত্র ৫ জন। একজন বিশেষজ্ঞ ডাক্তারকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, সমস্যা থাকলেও রোগীদের ভালোভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলেও এখনও লোকবল নিয়োগ হয়নি। ২১ জন ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র ৪ জন। রোগীদের অভিযোগ, হাসপাতালের সেবার মান মোটেই সন্তোষজনক নয়। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। দালালের খপ্পরে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
জেলার সরকারি হাসপাতালগুলোর এই চিত্র প্রসঙ্গে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আবদুস সালাম বলেন, তিনি এখানে নতুন এসেছেন। ডাক্তাররা যাতে সময়মত অফিস করেন তা তিনি নিশ্চিত করবেন। জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সচেষ্ট থাকবেন।
রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৪/ফয়সাল আহমেদ/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম