ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৪ দিন নয় ২৭ দিনে প্রকাশ পায় করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ দিন নয় ২৭ দিনে প্রকাশ পায় করোনাভাইরাস

করোনাভাইরাসের লক্ষণ ১৪ দিনে প্রকাশ পায় এমন কথা প্রচলন ছিল। আর এ কারণে বিশ্বের বিভিন্ন দেশ চীন ফেরতদের কমপক্ষে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখে।

তবে এবার ভিন্ন এক তথ্য দিল চীনের হুবেই প্রদেশের স্থানীয় সরকার। ১৪ দিন নয় ২৭ দিন পর্যন্ত মানব শরীরে সুপ্ত থাকতে পারে করোনাভাইরাস।

শনিবার হুবেই প্রদেশের স্থানীয় সরকার এ তথ্য দেয়।

স্থানীয় সরকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জিয়াং নামের এক ব্যক্তির শরীরে ২৭ দিন পর্যন্ত করোনাভাইরাস সুপ্ত ছিল। গত ২৪ জানুয়ারি হুবেই প্রদেশের শেননংজিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত বোনের সঙ্গে দেখা করতে যান জিয়াং। ওই ঘটনার ২১ দিন পর অর্থাৎ চলতি মাসের ২০ তারিখে জ্বরে আক্রান্ত হন জিয়াং।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়