ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রান্না করে খাওয়ালেন ঋতুবতী নারীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রান্না করে খাওয়ালেন ঋতুবতী নারীরা

ঋতুবতী ২৮ জন নারী সাদা এপ্রোন পড়ে রান্না করে ৩০০ মানুষকে খাওয়ালেন। সাদা এপ্রোনে লেখা ছিল, ‘ঋতুবতী হয়ে আমি গর্বিত।’

সম্প্রতি এ রান্নার আয়োজন করে দিল্লিভিত্তিক একটি এনজিও সংস্থা। আয়োজনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

পরে ঋতুবর্তী নারীদের খাবার দিয়ে মধ্যাহ্নভোজও সারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ঋতুবতী যে সব নারী স্বামীর জন্য রান্না করেন, তারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন। পাশাপাশি যে সব স্বামী ঋতুবর্তী স্ত্রীর রান্না করা খাবার খাবেন, তিনি পরজন্মে ষাঁড় হবেন। সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের ধর্মগুরু স্বামী কৃষ্ণরূপ দাসজী।

তারই প্রতিবাদে এ রান্নার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, আধুনিক বিজ্ঞানের যুগে ঋতুবতী নারীদের পবিত্র অথবা অপবিত্র বলার কিছু নেই। এটি প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া



ঢাকা /জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়