ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়ুরের চোখের পানিতে সন্তান হয় ময়ূরীর!

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়ুরের চোখের পানিতে সন্তান হয় ময়ূরীর!

আন্তর্জাতিক ডেস্ক : গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা দেয়ার আহ্বান জানিয়ে রায় প্রদানকারী রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মা বলেছেন, ‘ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। অশ্রুতেই ময়ূরীর সঙ্গে তার মিলন ঘটে। তাতেই তার সন্তান হয়।’

বুধবার আদালতের বাইরে গরুকে জাতীয় পশু ঘোষণার পেছনে কারণ বোঝাতে গিয়ে তিনি এ কথা বলেন।

ময়ূর ভারতের জাতীয় পাখি। কেন একে জাতীয় পাখি হিসেবে গণ্য করা হয় তা ব্যাখ্যা করতে যেয়ে মহেশচন্দ্র শর্মা বলেন, ‘ভগবান কৃষ্ণ তাঁর মাথায় ময়ূরের পালক ধারণ করেছিলেন । আর গোমাতার গায়ে ঠেস দিয়ে বাঁশি বাজাতেন তিনি।’

জয়পুরে সরকারি গোশালায় গরুর অবস্থার অবনতি নিয়ে একটি মামলা হয়েছিল রাজস্থান হাইকোর্টে। বিচারপতি মহেশচন্দ্র শর্মার একক বেঞ্চ বুধবার এ মামলায় ১৪৫ পাতার রায় ঘোষণা করে। অবসরের আগে বিচারপতি হিসেবে শর্মার এটাই ছিল শেষ দিন।

রায় ঘোষণার সময় এই বিচারপতি বলেন, ‘নেপাল হিন্দু রাষ্ট্র (অতীতে ছিল) হিসেবে অনেক আগেই গরুকে জাতীয় পশু ঘোষণা করেছে। ভারতও কৃষিপ্রধান দেশ এবং এখানে চাষবাস হয় মূলত গবাদি পশুর সাহায্যেই। তাই সংবিধানের ৪৮ ও ৫১এ(জি) ধারা অনুযায়ী গরুকে জাতীয় প্রাণীর আইনি মর্যাদা দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে আশা করছি।’

পরে তিনি সাংবাদিকদের কাছে বলেন, ‘গোহত্যার চেয়ে জঘন্য অপরাধ আর কিছুই হতে পারে না। গরু আমাদের মায়ের মতো।’



রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়