ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ দিনে নিহত ৩৬৮

সিরিয়ার গৌতায় সরকারি বাহিনীর হামলা অব্যাহত

আলী নওশের || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ার গৌতায় সরকারি বাহিনীর হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ পূর্ব গৌতায় সরকারি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সেখানে পঞ্চম দিনের মত বিমান থেকে বোমা হামলা হয়েছে।

গত রোববার থেকে সেখানে লাগাতার হামলা চলছে এবং এ পর্যন্ত ৩৬৮ মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে শিশুই রয়েছে দেড়শ। এছাড়া আহত হয়েছে আরো প্রায় ২ হাজার জন।

মানবাধিকার পর্যবেক্ষক গ্রুপ ও  ত্রাণ সংগঠনগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাশিয়া এবং সিরিয়ার যুদ্ধবিমানগুলো হাসপাতালসহ অন্যান্য বেসামরিক লক্ষ্যস্থলেও হামলা চালাচ্ছে।

রাজধানী দামেস্কের কাছে পূর্ব গৌতার সবচেয়ে বড় শহর দৌমার অধিবাসীরা আবাসিক এলাকাগুলোতে বিমান থেকে বোমা হামলার পর ঘন কালো ধোঁয়া উড়তে দেখার কথা জানিয়েছে। সাকাবা ও অন্যান্য শহরে ধ্বংসস্তুপের নিচে মৃতদেহের সন্ধান করছে ত্রাণকর্মীরা।



স্থানীয় অধিবাসী ও ত্রাণকর্মীরা বলেছে, সিরীয় সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো থেকে বাজার এলাকা এবং চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর ব্যারেল বোমা ও বিস্ফোরক ভর্তি তেলের ড্রাম ফেলা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাশিয়ার যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণও করা হয়েছে।

দামেস্ক সরকার এবং মস্কো বরাবরই বেসামরিক এলাকায় হামলা  করার কথা অস্বীকার করে আসছে এবং বেসামরিক নাগরিকদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহারের জন্য বিদ্রোহীদের দায়ী করছে।

প্রসঙ্গত, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতা ২০১৩ সাল থেকে অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। রাজধানীর কাছে  বিদ্রোহীদের এটিই সর্বশেষ বড় ঘাঁটি। জাতিসংঘ এলাকাটিতে সিরীয় সরকারের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/এনএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়