ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

অনুমতি ছাড়া জন্ম দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা!

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুমতি ছাড়া জন্ম দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের এক সন্তান তার অনুমতি ছাড়া তাকে জন্ম দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছেন।

রাফায়েল স্যামুয়েল নামের মুম্বাইয়ের ওই ব্যবসায়ী আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে জানান, পৃথিবীতে সন্তান জন্মদান পাপ, কারণ এর ফলে ওই সন্তানকে সারা জীবন দুর্দশা সহ্য করতে হয়।

রাফায়েল এটা স্বীকার করেন যে, সন্তান জন্ম নেওয়ার আগে তার সম্মতি নেওয়া সম্ভব নয়। তবে জোর দিয়ে বলেন,‘আমরা নিজেদের সিদ্ধান্তে জন্মগ্রহণ করি না।’

তিনি তর্ক করে বলেন, ‘যেহেতু আমরা জন্ম নেওয়ার জন্য কাউকে অনুরোধ করি না, তাহলে সারা জীবন কেন আমাদেরকে এর জন্য মূল্য দিতে হবে।’

রাফায়েল বলেন, ‘সন্তান জন্ম না হলে পৃথিবী থেকে মানব সভ্যতা ধীরে ধীরে হারিয়ে যাবে এবং তা এই পৃথিবীর জন্য আরো ভালো কিছু হবে।’

তিনি বলেন, ‘মানবতার কোনো যৌক্তিকতা নেই। বহু মানুষ দুর্দশার মধ্যে আছে। মানুষ যদি বিলুপ্ত হয় তাহলে পৃথিবী ও প্রাণীকুল সুখী হবে। তারা অবশ্যই ভালো থাকবে। তখন কোনো মানুষকেও দুঃখ পোহাতে হবে না। মানুষের অস্তিত্ব পুরোটাই অযৌক্তিক।’

এই ধরনের মামলা করার উদ্যোগ যেকোনো পরিবারেই ভাঙন সৃষ্টি করতে পারে। তবে স্যামুয়েলের পরিবার বিষয়টিকে বেশ মজার হিসেবে দেখছে।

স্যামুয়েলের বাবা-মা দুইজনই আইনজীবী। এ বিষয়ে তার মা কবিতা করনাদ এক বিবৃতিতে ব্যাখ্যার মাধ্যমে সাড়া দিয়েছেন।

কবিতা করনাদ বলেন, ‘বাবা-মা দুইজনই আইনজীবী জেনে আমাদেরকে আদালতে নিয়ে যাওয়ার আমাদের ছেলের দুঃসাহসের প্রশংসা না করে পারছি না। রাফায়েল যদি যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারে যে, কীভাবে তার জন্মের আগে আমরা তার সম্মতি নিতে পারতাম, তাহলে আামি আমার ভুল স্বীকার করে নেব।’

রাফায়েল স্যামুয়েলের বিশ্বাসের মূলভিত্তি হলো ‘অ্যান্টি-নাটালিজম’ বা ‘প্রজননবাদ বিরোধিতা’ দর্শন। এই দর্শনের মতে, জীবন এতটাই বেদনাদায়ক যে লোকজনের বংশবিস্তার বন্ধ করে দেওয়া উচিত।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়