ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিভিন্ন রাজ্যে করোনার টিকা পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১২ জানুয়ারি ২০২১  
বিভিন্ন রাজ্যে করোনার টিকা পাঠাচ্ছে ভারত

বিভিন্ন রাজ্যে করোনার টিকা পাঠাতে শুরু করেছে ভারত। মঙ্গলবার বিমানের মাধ্যমে প্রথম দফার চালান পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। 

আগামী ১৬ জানুয়ারি থেকে করোনার টিকা দেওয়া শুরু করবে ভারত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে অতিঝুঁকিতে থাকা ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও সম্মুখযোদ্ধাসহ তিন  কোটি মানুষকে টিকা দেওয়া হবে।  এরপর দেওয়া হবে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি কিংবা অতিঝুঁকিতে থাকা প্রায় ২৭ কোটি মানুষকে।

মঙ্গলবার এক টুইটে বিমান পরিবহনমন্ত্রী হারদিপ সিং পুরি টুইটারে জানিয়েছেন, বিমান সংস্থাগুলোর মাধ্যমে ৫৬ লাখ ৫০ হাজার টিকার ডোজ পাঠানো হবে।

গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল বলেছেন, ‘এই টিকাগুলো বিমানবন্দর থেকে শীতল সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হবে এবং দ্রুত টিকাকেন্দ্রগুলোতে পাঠানো হবে।

সোমবার মোদি সরকার টিকা উন্নয়কারী প্রতিষ্ঠান সিরাম ইনিস্টিটিউটের সঙ্গে ক্রয়  চুক্তি করেছে।

সিরামের প্রধান নির্বাহি আদার পুনাওয়ালা বলেছেন, ‘আমরা সরকারের অনুরোধে প্রথম ১০ কোটি ডোজ টিকা বিশেষ মূল্য হিসেবে প্রতি ডোজ ২০০ রুপিতে সরবরাহ করছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়