ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাস্ক না পরার শাস্তি বুকডন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৩২, ২০ জানুয়ারি ২০২১
মাস্ক না পরার শাস্তি বুকডন

মাস্ক না থাকলেই ইন্দোনেশিয়ার বালিতে শাস্তি হিসেবে বিদেশিদের ৫০টি বুকডন দিতে হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব এই শাস্তির ভিডিও ছড়িয়ে পড়েছে।

গত বছর ইন্দোনেশিয়ায় করোনার প্রাদুর্ভাবের পর মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে অবকাশযাপন কেন্দ্র বালি দ্বীপের কর্তৃপক্ষ।

নিরাপত্তা কর্মকর্তা গুস্তি আঙ্গুং কিতাত সুরিয়ানেগারা জানিয়েছেন, সম্প্রতি মাস্ক না পরা অবস্থায় অনেক বিদেশিকে আটক করা হয়। অন্তত ৭০ জনকে সাত মার্কিন ডলার করে জরিমানা করা হয়। তবে এদের মধ্যে তিন জানায়, তাদের কাছে নগদ অর্থ নেই।  অর্থ অনাদায়ে তাদেরকে বুকডন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যাদের মাস্ক ছিল না তাদেরকে ৫০টি এবং যারা সঠিকভাবে মাস্ক পরেননি তাদেরকে ১৫টি বুকডন দিতে বলা হয়।

সুরিয়ানেগারা বলেন, ‘প্রথমে তারা দাবি করেছিল, তারা নির্দেশনা সম্পর্কে কিছু জানতো না। পরে তারা জানায়,  মাস্ক আনতে তারা ভুলে গেছে কিংবা মাস্ক ভেজা বা নষ্ট হয়ে গেছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়