ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গবেষণা

মানুষের কথা বুঝতে সক্ষম কুকুর

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ২২ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষের কথা বুঝতে সক্ষম কুকুর

কুকুর

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২২ ফেব্রুয়ারি : মানুষের মতোই নাকি শব্দের অর্থ বুঝতে পারে কুকুর। সম্প্রতি এক গবেষণায় এর সত্যতা পাওয়া গেছে।

হাঙ্গেরির একদল গবেষক কুকুরকে এমআরআই স্ক্যানারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখতে পেয়েছেন, শব্দ হলে মানুষের মস্তিষ্ক যেভাবে সাড়া দেয় কুকুরের মস্তিষ্কও একইভাবে সাড়া দেয়।

আবেগতাড়িত  হয়ে মানুষ যে শব্দ করে, যেমন হাসি-কান্নার শব্দ- এরও অর্থ বুঝতে পারে কুকুর। এ কারণে মানুষের আবেগঘণ মুহূর্তে কুকুরও সমব্যাথীর মতো আচরণ করে থাকে।

গবেষকরা দাবি করছেন, প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ ও কুকুরের সখ্যের কারণ হলো, কুকুর মানুষের ভাষা বুঝতে পারে। আর এতদিন মানুষ যে দাবি করে আসছিল, তাদের পোষা কুকুরটি তাদের কথার অর্থ বুঝতে পারে, তা প্রকৃতপক্ষেই সত্যি। একই কারণে মানুষ ও কুকুরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।

বৃহস্পতিবার বিবিসি অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে। এর আগে ‘কারেন্ট বায়োলজি’ জার্নালে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত ইয়োটভোস লোর‌্যান্ড বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যাকাডেমির গবেষক দলের প্রধান অ্যাটিলা অ্যান্ডিকস বলেছেন, আবেগজনিত তথ্য মানুষ যেভাবে তার মস্তিষ্কে প্রকিয়াজাত করে কুকুরও ঠিক সেভাবে প্রক্রিয়া করে থাকে।

এমন কি কুকুর তার প্রভুর পড়াশোনায় অংশ নেয়, যদি সেই সুযোগ থাকে। তারা নির্দেশ নেমে প্রশিক্ষণ নিতে পারে শুধু প্রভুর কথা বুঝতে পারার কারণে।

এতদিন কুকুর মানুষের সখ্যের বিষয়টি জানা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষের হাতে ছিল না। এখন সে ব্যাখ্যা দিলেন বিজ্ঞানীরা।

রাইজিংবিডি / রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়