ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইয়াসের প্রভাবে ভারতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৪ মে ২০২১   আপডেট: ১৫:৫১, ২৪ মে ২০২১
ইয়াসের প্রভাবে ভারতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলে। ইয়াসের প্রভাবে ভারতের দিঘাসহ কয়েকটি অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

সোমবার (২৪ মে) ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, দিঘার ৬২০ কিমি দূরে অবস্থান করছে ইয়াস। বিকেলে উপকূলে ৬০ কিমি গতিতে ঝড় বয়ে যেতে পারে। আগামী বুধবার দুপুরে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ইয়াস।

ভারতের আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ২ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। ঘূর্ণিঝড় যত স্থলভাগের দিকে এগোবে গতিবেগ তত বাড়বে।

আবহওয়া অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার রাতের মধ্যে ইয়াস শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ ও ওড়িশার স্থলভাগের কাছে পৌঁছনোর কথা। এরপর বুধবার সন্ধ্যায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরের মধ্যে দিয়ে অতিক্রম করবে। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘ইয়াস’

## সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলো ‘ইয়াস’

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়