ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২১  
সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে আত্মঘাতী হামলা

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। শনিবার রাজধানীর সিলগাব জংশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, গাড়িটি প্রেসিডেন্টের বাসভবনের কাছে একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরিত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।

প্রাথমিকভাবে মোগাদিসুর হামারজাজাব জেলার কমিশনার মুয়াই মুদি বলেছিলেন, ‘সিলগাব জংশনে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে এবং আট জন আহত হয়েছে।’

হামলার জন্য কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি। তবে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলায় সাতটি গাড়ি ও তিনটি রিকশা ধ্বংস হতে দেখেছেন তিনি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়