ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমিক্রনের বিরুদ্ধে বিদ্যমান টিকাগুলোর সুরক্ষা দেওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৮ ডিসেম্বর ২০২১  
ওমিক্রনের বিরুদ্ধে বিদ্যমান টিকাগুলোর সুরক্ষা দেওয়া উচিত

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বিদ্যমান টিকাগুলোর সুরক্ষা দেওয়া উচিত বলে মনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থার কর্মকর্তা ড. মাইক রায়ান এই মত প্রকাশ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন সময় এ তথ্য জানালো যখন দক্ষিণ আফ্রিকার গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে, ওমিক্রন আংশিকভাবে ফাইজারের টিকাকে অকার্যকর করতে পারে। গবেষকরা বলছেন, টিকার অ্যান্টিবডি নতুন স্ট্রেনটিকে কতটা ভালভাবে নিস্ক্রিয় করেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আরো পড়ুন:

তবে ড. মাইক রায়ান জানিয়েছেন, অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন টিকা অকার্যকর করতে অনেক বেশি সক্ষম হবে তার চিহ্ন এখনও দেখা যায়নি।

তিনি বলেন, ‘আমাদের উচ্চমাত্রায় কার্যকর টিকা রয়েছে, যা এ যাবৎ পাওয়া সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর, তীব্র অসুস্থতা ও হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে  এবং ওমিক্রনের বেলায় ব্যতিক্রম ঘটবে তা আশা করার কোনো কারণ নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্যে দেখা গেছে, ডেল্টা কিংবা অন্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনে মানুষ বেশি অসুস্থ হয় না। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়