ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ওমিক্রনের বিরুদ্ধে টিকা কম কার্যকর’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ২০:২১, ১৫ ডিসেম্বর ২০২১
‘ওমিক্রনের বিরুদ্ধে টিকা কম কার্যকর’

প্রাথমিকভাবে দেখা গেছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে টিকা কম কার্যকর। এছাড়া এই ভ্যারিয়েন্টের মাধ্যমে পুনরায় করোনায় সংক্রমণের উচ্চঝুঁকি রয়েছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। 

সাপ্তাহিক ব্রিফিংয়ে সংস্থাটি জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট টিকা বা পূর্ববর্তী সংক্রমণ থেকে পাওয়া ইমিউনিটি কতোটা এড়াতে পারে তা আরও ভালভাবে বোঝার জন্য আরও তথ্যের প্রয়োজন ছিল। এর ফলে নতুন উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রন সংশ্লিষ্ট সার্বিক ঝুঁকি উচ্চমাত্রায় থেকে যায়।’

আরো পড়ুন:

এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম বলেছিলেন. ‘ওমিক্রন যেভাবে ছড়াচ্ছে তা আমরা অন্য কোনো ভ্যারিয়েন্টের বেলায় দেখিনি। এমনকি ওমিক্রনে রোগের তীব্রতা কম হলেও অপ্রস্তুত স্বাস্থ্যব্যবস্থার ওপর আবারও ব্যাপক চাপ ফেলতে পারে সংক্রমিতের বিপুল সংখ্যা।’

গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও পরে হংকংয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এই মুহূর্তে বিশ্বের ৭৭ দেশে শনাক্ত হয়েছে ভ্যারিয়েন্টটি। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়