ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নেদারল্যান্ডে প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্রে হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২১, ৭ মে ২০২২  
নেদারল্যান্ডে প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্রে হামলায় নিহত ২

নেদারল্যান্ডের একটি প্রতিবন্ধীদের চিকিৎসাকেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। এদিকে  হামলার পরপরই ঘটনাস্থলের নিকটবর্তী একটি পার্ক থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মে) বিবিসি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

জানা গেছে, রটারডামের পূর্বে আলব্লাসারডামের ট্রো টারডি ফার্মে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ১৬ বছর বয়সী একটি মেয়ে এবং ৩৪ বছর বয়সী একজন নারী নিহত হন। হামলায় ১৩ বছর বয়সী কিশোর এবং ২০ বছর বয়সী এক তরুণী মারাত্মকভাবে আহত হয়েছেন।

ট্রো টারডি নামের এই ফার্মে প্রতিবন্ধী বা মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য থেরাপির ব্যবস্থা করা হতো।

নেদারল্যান্ডের একটি রেডিও জানায়, ঘটনার পরপরই সেখানে দুটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে। এছাড়া ঘটনাস্থলে অনকেগুলো অ্যাম্বুলেন্সকে অবস্থান নিতে দেখা যায়।

রটারডাম পুলিশ টুইটারে জানায়, ‘সন্দেহভাজন ৩৮ বছর বয়সী হামলাকরীকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীদের দেখাশোনা করা হচ্ছে।'

পুলিশ আরো জানায়, আটক ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পলাতক ছিলেন। রটারডামের দক্ষিণ-পশ্চিমের ভ্লিসিংজেনের একটি দোকানে ৬০ বছর বয়সী এক ব্যক্তি হত্যার অপরাধে তাকে খুঁজছিল পুলিশ।

সূত্র: বিবিসি

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়