ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুরস্ক-গ্রিস নির্জন দ্বীপ থেকে ৩৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ১৭ আগস্ট ২০২২  
তুরস্ক-গ্রিস নির্জন দ্বীপ থেকে ৩৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ছবি: বিবিসি

তুর্কি-গ্রিস সীমান্তবর্তী নির্জন ছোট একটি দ্বীপ থেকে ৩৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) তাদের অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালায় গ্রিস কর্তৃপক্ষ।

গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, অভিবাসনপ্রত্যাশীদের দলটিতে এক গর্ভবতীসহ ৯ নারী ও ৮ শিশু রয়েছে। উদ্ধারের পর দলটির সবাই সুস্থ আছেন। পূর্ব সতর্কতা হিসেবে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

তারা জুলাইয়ের মাঝামাঝি থেকে এভ্রোস নদীসংলগ্ন এলাকায় রয়েছেন। তারা সবাই সিরিয়ার নাগরিক। দলটিতে এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান গ্রিক অভিবাসনমন্ত্রী। 

সূত্র: বিবিসি, এপি

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়