ঢাকা     বুধবার   ০৬ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩০

হিমাচলে পর্যটকদের গাড়ি খাদে, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২২  
হিমাচলে পর্যটকদের গাড়ি খাদে, নিহত ৭

ভারতের হিমাচলের কুল্লুতে পর্যটক বোঝাই একটি গাড়ি খাদে পড়ে ৭ পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পুলিশ জানায়, রোববার রাতে খারাপ আবহাওয়ার কারণে ঘটে এই দুর্ঘটনা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধার অভিযান। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।  রোববার রাত সাড়ে ৮টার দিকে কুল্লু্ বাঞ্জার এলাকায় যাত্রীবোঝাই একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বানজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে একটি মামলা করেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


 

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়