ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বুরকিনা ফাসোতে এক বছরের মধ্যে দুবার সামরিক অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১ অক্টোবর ২০২২  
বুরকিনা ফাসোতে এক বছরের মধ্যে দুবার সামরিক অভ্যুত্থান

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এক বছরের মধ্যে দুবার সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটলো। স্থানীয় সময় শুক্রবার রাতে সরকারি টেলিভিশনে অভ্যুত্থানকারী সেনারা এ তথ্য জানিয়েছে।

সেনারা জানিয়েছে, তারা প্রেসিডেন্ট পল-হেনরি দামিবাকে উৎখাত করেছে।

এর আগে শুক্রবার সকালে রাস্তায় নেমে এসেছিল বুরকিনা ফাসোর সেনারা। দেশটির রাজধানীর প্রধান সামরিক ক্যাম্প এবং আবাসিক এলাকার কাছে ভারী গুলির শব্দ শোনা যায়। পরে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি বড় বিস্ফোরণ শব্দ পাওয়া যায়।

গত দুই বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকায় অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটে আসছে। এর অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাহেল অঞ্চলজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং দুর্বল সরকারগুলির প্রতি জনসাধারণের বিশ্বাস নষ্ট করছে। এর ফলে ২০২০ সালে মালি চাদ ও গিনিতে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়