ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেনেজুয়েলায় আকস্মিক বন্যায় ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১০ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:০১, ১০ অক্টোবর ২০২২
ভেনেজুয়েলায় আকস্মিক বন্যায় ২৫ জনের মৃত্যু

ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর পাঁচটি নদীতে দেখা দেওয়া আকস্মিক বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৫২ জন। রোবাবর (৯ অক্টোবর) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা জানিয়েছেন দেশটির সিটিজেন সিকিউরিটি ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

দেলসি রদ্রিগেজ বলেন, ‌ভারি বৃষ্টির পর শনিবার সন্ধ্যায় নদীগুলো দিয়ে নেমে আসতে শুরু করে উপড়ে যাওয়া গাছপালা। এতে নদী তীরবর্তী লাস তেখেরিয়াস শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিজমি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে।  

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‌মাত্র ৮ ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে।  এতে তেখেরিয়াস শহরের পানির পাম্পগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।  বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধার করা।  এছাড়া সেনাবাহিনী ও অন্য উদ্ধারকর্মীরা নদী তীরবর্তী এলাকাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

এদিকে এক টুইট বার্তায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষতিগ্রস্থ এলাকাকে দুর্যোগকবলিত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছেন।  একই সঙ্গে তিনি তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

সূত্র: রয়টার্স

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়