ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গ্রীষ্মে পশ্চিম ইউরোপে ২০ হাজারেরও বেশি লোক মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২৪ নভেম্বর ২০২২  
গ্রীষ্মে পশ্চিম ইউরোপে ২০ হাজারেরও বেশি লোক মারা গেছে

চলতি বছর গ্রীষ্মের তাপপ্রবাহে পশ্চিম ইউরোপজুড়ে ২০ হাজারেরও বেশি লোক মারা গেছে। নতুন এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

গ্রীষ্মকালীন তাপপ্রবাহের সময় লন্ডনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের অঞ্চলগুলি ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং স্পেনের সেভিল ও কর্ডোভায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিজ্ঞানীদের ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের বিশ্লেষণে দেখা গেছে, এই ধরনের উচ্চ তাপমাত্রা জলবায়ু পরিবর্তন বা বিপর্যয় ছাড়া ‘কার্যত অসম্ভব’ ছিল।

ইংল্যান্ড ও ওয়েলসে পহেলা জুন থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে তিন হাজার ২৭১ অতিরিক্ত মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। পাঁচ বছরের গড়ের তুলনায় এই হার ৬ দশমিক ২ শতাংশ বেশি। এই সংখ্যার মধ্যে সুনির্দিষ্টভাবে তাপদাহে মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়নি। এখানে শুধুমাত্র অতিরিক্ত তাপমাত্রার দিনগুলোতে মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

সরকারি স্বাস্থ্য সংস্থা সান্তে পাবলিকের দেওয়া তথ্য অনুযায়ী, ফ্রান্সে গ্রীষ্মের মাসগুলিতে ১০ হাজার ৪২০টি অতিরিক্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুই হাজার ৮১৬টি মৃত্যু তীব্র তাপপ্রবাহের মধ্যে হয়েছে। যেসব অঞ্চলে চরম তাপমাত্রার রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেখানে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ২০ শতাংশ বেশি।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়